আজ মহালয়া (Mahalaya 2022)। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। দেবীপক্ষের প্রথম দিনই একসঙ্গে ২৩০টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহালয়ার পরও চতুর্থী পর্যন্ত উত্তর ও দক্ষিণের একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, রবিবার মহালয়ায় চেতলা অগ্রণী ক্লাবে প্রত্যেক বছরের মতো মা দুর্গার চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী। এরপর এই মণ্ডপ থেকেই ভার্চুয়ালি সব পুজোর উদ্বোধন করবেন তিনি। শহর ও জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নবান্নের পক্ষ থেকে নির্দেশিকাও জারি করা হয়েছে। উদ্বোধনের সময় পুজো মণ্ডপের উদ্যোক্তা, জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই কলকাতার পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। সারারাত মেট্রো সার্ভিসের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: শহরের কোন পথে কোন পুজো, গাইড ম্যাপ কলকাতা পুলিশের
এবার পিতৃপক্ষ থেকেই পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্বোধন করেন তিনি। এফডি ব্লক ও টালা প্রত্যয়ের পুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে যদিও কটাক্ষ করেছিল বিরোধীরা। তবে সব সমালোচনাকে এড়িয়ে রবিবার একসঙ্গে ২৩০টি পুজো উদ্বোধন করে নজির গড়বেন মুখ্যমন্ত্রী।