বুধবার ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দেড়টা থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ২ দিনের ধর্না কর্মসূচিতে বসবেন তিনি। একই দিনে শহিদ মিনারে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের সভায় বক্তৃতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার থেকেই এই ধর্না নিয়ে তৎপর পুলিশ। ধর্না মঞ্চ তৈরির কাজ মঙ্গলবার রাতের মধ্যেই শেষ। ডিএ আন্দোলনকারীদের ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চ। বুধবার বৃষ্টির কথা মাথায় রেখে দুটি অস্থায়ী ছাউনিও করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় কাজ যাতে সারতে পারেন, তার জন্য অস্থায়ী অফিসও তৈরি করা হয়েছে। অস্থায়ী অফিসটি ২০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া। প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত। অফিসের নির্মাণে পুলিশি নজরদারিও ছিল। আগামী দুদিন যান চলাচল নিয়েও বিশেষ নির্দেশ দিতে পারে কলকাতা পুলিশ।
গত সপ্তাহে এই কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ রাজ্যের। সেই নিয়েই মুখ্যমন্ত্রী হিসেবেই ধর্না কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।