মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার দিল্লি রওনা হবেন।'এক দেশ এক ভোট' (One Country One Nation) সংক্রান্ত বৈঠক আছে। সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ফিরবেন রাজ্যে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে কৈখালির কাছে মেট্রোর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত পুলিশের।
সোমবার দুপুর ১২টা নাগাদ ভিআইপি রোডের উপর দিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ মুখ্যমন্ত্রী ফিরবেন ওই এলাকা থেকে। এই দুই সময় মেট্রোর নির্মাণ কাজ বন্ধ রাখা হবে। এই নিয়ে বিধাননগর পুলিশ হাইওয়ে ডিভিশনকে চিঠি দিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেই মতো ব্যবস্থাও করা হচ্ছে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে প্রথম খাতায় ব্যবহার হবে ইউনিক কোড, কী করতে হবে পরীক্ষার্থীদের
গত ২৪ জানুয়ারি বর্ধমানে মুখ্যমন্ত্রীর কনভয়ের মধ্যে আচমকা একটি গাড়ি ঢুকে পড়ে। সেদিন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বর্ধমানের প্রশাসনিক সভায় পৌঁছন। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় গাড়িতে ফেরেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। এবার দিল্লি সফরের আগে ভিআইপি রোডে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সতর্ক পুলিশ।