সরস্বতী পুজোয় নিজের কলেজে যোগমায়া দেবী কলেজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্রশাসনিক অনুষ্ঠান সেরে যোগমায়া দেবী কলেজে যান মুখ্যমন্ত্রী। কলেজের বিভিন্ন পড়ুয়া, অধ্যাপকদের সঙ্গে' আকাশ-ভরা সূর্য-তারা' গানে গলাও মেলালেন। পুজোর মন্ত্রও পড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নিজের পুরনো কলেজে ঘুরে দেখেন তিনি।
হঠাৎ মুখ্যমন্ত্রীকে কলেজে দেখে উচ্ছ্বাস দেখা যায় অধ্যাপক ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে। এই কলেজে স্নাতকস্তর পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। এদিন কলেজে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী।
এদিন রেডরোডে ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন করে রাজ্য। পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মেমোরিয়ালেও শ্রদ্ধাজ্ঞাপন করেন। ৯০১ জন পুলিশ কর্মীকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানের পরই নিজের কলেজে যান মুখ্যমন্ত্রী।