৩০ জানুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা(46th Kolkata International Book Fair)। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এছাড়াও থাকবেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিনগুয়েজ এবং স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মারিয়া হোসে গালভেজ সালভাডর। শুধু তাই নয়, উদ্বোধনী মঞ্চে বিশেষ সম্মানে ভূষিত হবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তবে সোমবার উদ্বোধন হলেও আমজনতার জন্য বইমেলা খুলবে মঙ্গলবার অর্থাৎ ৩১ জানুয়ারি।
অন্যদিকে, ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলার জন্য পরিষেবা বাড়ানোর কথা জানিয়েছে কলকাতা মেট্রো। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা বইমেলার যাত্রীর চাপ সামলাতে ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রোর সংখ্যা এই ক'দিন বাড়ানো হবে বলেই খবর।
উল্লেখ্য, ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair 2023) প্রকাশ পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'কবিতা বিতান'-এর ইংরেজি অনুবাদ। এছাড়াও তাঁর ছোটদের জন্য লেখা বই এবং বেশকিছু রাজনৈতিক প্রবন্ধের বইও প্রকাশ পেতে চলেছে বইমেলায়।