আগামী ২৯ সেপ্টেম্বর, চতুর্থীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে পারে টালা সেতুর। উদ্বোধন সংক্রান্ত বিষয় চূড়ান্ত করতে পৃথক দু’টি বৈঠক হয়। বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী পুলক রায়-সহ সেতু নির্মাণকারী সংস্থার আধিকারিকরা। সেখানেই স্থির হয়, ‘লোড টেস্টিং রিপোর্ট’ হাতে এলেই উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে। প্রথমে ঠিক ছিল, পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ। তবে 'লোড টেস্টিং' রিপোর্টের জেরে কিছুটা পিছিয়ে গিয়েছে সেতুর উদ্বোধন।
ফিরহাদ হাকিম জানান, প্রথম এক সপ্তাহ ওই সেতুতে চলবে না কোনও ভারী যানবাহন। একসপ্তাহ পর ভারী যান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন। কিন্তু বাস মালিকদের সংগঠনগুলি উদ্বোধনের দিন থেকেই টালা সেতুতে বাস চালাতে চায়। ইতিমধ্যে তাঁরা লিখিত আবেদন জমা করেছেন পরিবহণ দফতরে। তবে প্রশাসনও নিজেদের সিদ্ধান্তে অনড়।
আরও পড়ুন- Tala Bridge: পুজোর আগেই খুলবে টালা ব্রিজ, জানালেন মেয়র ফিরহাদ হাকিম
পাশাপাশি, স্থানীয় বাসিন্দারা কলকাতা পুরসভার কাছে সিঁড়ি নির্মাণের দাবি করেছেন বলেই খবর। মোট চারটি সিঁড়ি তৈরির দাবি জানিয়েছেন বাসিন্দারা। ওই চারটি সিঁড়ি আগামী তিন মাসের মধ্যেই করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তবে স্থানীয় স্তর থেকে আরও একটি সেতু তৈরির দাবিও উঠেছিল। কিন্তু সেই দাবি কোনওভাবেই মানা সম্ভব নয় বলেই জানিয়েছেন ফিরহাদ।