নাট্য ব্যক্তিত্ব শাঁওলী মিত্র (Shaoli Mitra) ও প্রখ্যাত কার্টুনিস্ট (Cartonist) নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। ব্যবধান মাত্র ৪৮ ঘণ্টার। নক্ষত্র
পতনের ইতিহাসে এত কম সময়ে এই বিপর্যয় সাম্প্রতিক অতীতে দেখেনি বঙ্গ সমাজ।
মঙ্গলবার সকালে তাই নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘আমি গভীর শোক প্রকাশ করছি। নারায়ণ দেবনাথ আজ সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর।’
আরও পড়ুন : Narayan Debnath Obituary: বাঁটুল-নন্টে ফন্টের বুক ভরা অভিমান, চিরনিদ্রায় নারায়ণ দেবনাথ
২০১৩ সালে রাজ্য সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ (Bangavibhusan) সম্মান প্রদান করেছিল। মাত্র কয়েক দিন আগেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল পদ্মশ্রী (Padmashri) সম্মান। এছাড়াও তাঁর ক্যাবিনেটে থেকে গেল সাহিত্য অকাদেমি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডি লিটের সম্মান।
শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, ৯৭ বছরের ‘হাঁদা-ভোঁদা’, ‘বাঁটুল দ্য গ্রেটের’ রূপকারের প্রয়াণে সিনেমা থেকে সাহিত্য সর্বত্র শোকের ছায়া । তাঁর ছোট বেলা জুড়ে শুধুই
নারায়ণ দেবনাথ। প্রতিক্রিয়া পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee)। এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যা অতুলনীয়। বলছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।