দিল্লির পর কলকাতা, কয়লা পাচার তদন্ত মামলায় ফের ম্য়ারাথন জেরার মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার বেলা ১১টা নাগাদ এই প্রথম কলকাতায় ইডির দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে জিগাসাবাদের জন্য দিল্লি থেকে বিশেষ দলকে পাঠিয়েছে ইডি। এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সে বার তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। গত ২৩ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্রসন্তানকে কোলে নিয়ে ইডি দফতরে গিয়েছিলেন অভিষেক-ঘরণি।
এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এবং চলতি বছরের ২১ মার্চ অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ইডি। দু’বারই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লিতে। এবার অবশ্য ইডি’র সদর দফতরের পরিবর্তে কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রকাশ্য় সমাবেশে ইডি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক। দাবি করেছিলেন, সফল জনসভার পর কিছু একটা হতে পারে। তাঁর আশঙ্কা মিলে গিয়েছে। এই জনসভার পরেই তাঁকে কয়লা-কাণ্ডে তলব করেছে ইডি। ওই জনসভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির কড়া সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর অভিযোগ ছিল, হয়তো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু বছরের ছেলেকেও নোটিস ধরাবে কেন্দ্রীয় এজেন্সি।
এরআগেও দিল্লিতে গিয়ে এই তদন্তে ইডির মুখোমুখি হয়েছেন অভিষেক। এমনকী, একই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে গত ২৩ জুন কলকাতায় ইডির অফিসে হাজিরা দিয়েছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই হাজিরায় গিয়েছিলেন তাঁর পুত্রসন্তানকে কোলে নিয়ে। সূত্রের খবর, অভিষেককে জেরার জন্য দিল্লি থেকে ইডির একটি বিশেষ দলকে কলকাতায় পাঠানো হয়েছে।