নানা টালবাহানার পর অবশেষে জেরা থামল। প্রায় সাত ঘণ্টা পর কয়লা পাচার কাণ্ডের তদন্ত মামলায় ইডির মুখোমুখি হয়ে বেরোলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। প্রথম তাঁকে ডাকা হয় রবিবার গভীর রাতে। সিজিও কমপ্লেক্সে গিয়ে ফিরেও আসেন তিনি। এরপর সোমবার দুপুরে তাঁকে ফের তলব করা হয়েছিল।
উল্লেখ এই তদন্তে ইডি যে নোটিস দিয়েছিল, তাতে দুপুর বারোটার বদলে রাত বারোটা বলে উল্লেখ ছিল। এই ভুলের জন্য নাকি মেনকার কাছে দুঃখপ্রকাশও করেছেন ইডির কর্তারা। এদিনের ইডির জিজ্ঞাসাবাদের মধ্য়ে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের করেন অভিষেকের আত্মীয়া। অভিযোগ করেন, গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার পথে তাঁকে আটকানো হয়। তবে কী কারণে আটকানো হয়েছিল, তা স্পষ্ট করা হয়নি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।
যদিও ইডির দাবি, ইতিমধ্য়েই একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। তাই তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এরপরেই তাঁকে সিজিও কমপ্লেক্সে আসার নোটিস পাঠানো হয়েছিল।