‘কফি হাউজের সেই আড্ডাটা’ আজ আর না থাকলেও , কফিহাউজের (Coffee House) কফি এবার মিলবে এক ক্লিকেই। কফিহাউজের কফি সহযোগে আপনার বাড়ির ড্রয়িংরুমেই বসতে পারে জমজমাট আড্ডা। এবার থেকে অনলাইনেই কফি থেকে শুরু করে বিভিন্ন খাবার অর্ডার করতে পারবেন নস্টালজিয়ায় মোড়া কফিহাউজ থেকে। আর প্রযুক্তির কল্যাণে কয়েক মিনিটে তা পৌঁছে যাবে আপনার বাড়ি।
West Bengal Weather Update : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
জানা গিয়েছে সম্প্রতি, একটি ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে কলকাতার এই প্রাচীন কফি শপ। কিন্তু কফি বাড়ি পৌঁছনো অবধি কি গরম থাকবে? কর্তৃপক্ষের দাবি, পেপার কাপের মাধ্যমে এমনভাবে কফি ডেলিভারি করা হবে যাতে ৩০ মিনিট গরম থাকে। এমনকি কোল্ড কফিও অর্ডার করা যাবে কফিহাউজ থেকে।