ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) কাছে মেট্রো স্টেশনের ছাড়পত্র। জোকা-বিবাদী বাগ (Joka-BBD Bag) মেট্রোলাইনের পথে যে কটি স্টেশন হওয়ার কথা, তার মধ্যে ভিক্টোরিয়াও আছে। কিন্তু স্টেশন তৈরির কাজকর্মে ক্ষতি হতে পারে ঐতিহাসিক স্মৃতিসৌধের। তাই এতদিন কাজ আটকে ছিল। শুক্রবার সেই নিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মেট্রো রেল সূত্রে খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল গেটের সামনে মেট্রো হবে কিনা, তা নিয়ে ২০১৬ সালে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও IIT খড়গপুরের গবেষকরা ছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি কৃত্রিম কম্পন তৈরি করে বোঝার চেষ্টা করা হয়, মেট্রোর কাজ চললে ঠিক কতটা ক্ষতি হতে পারে ভিক্টোরিয়ার। সম্প্রতি পরীক্ষার রিপোর্ট পেশ করেছে ওই কমিটি। বলা হয়েছে, মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুন: উত্তরকাশীর দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, দেহ ফেরানোর আশ্বাস মমতার
জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ডকে রেল বিকাশ নিগম এই রিপোর্টটি দিয়েছে। তবে প্রধান গেটের সামনে যখন মেট্রো স্টেশনের কাজ শুরু হবে, তার তত্ত্বাবধানে থাকবে আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরাও।