মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। ইকো পার্ক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় দিলীপ ঘোষের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 'বাংলার মেয়ে' স্লোগানকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, "বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে। বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে যা ইচ্ছা বলে দেবেন, এটা হয় নাকি?" তাঁর এই মন্তব্য নিয়ে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অভিষেকের দাবি, দিলীপ ঘোষকে গ্রেফতার করা উচিত। তার পরই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।
আরও পড়ুন: 'বাবা-মায়ের কোনও ঠিকানা নেই?' মুখ্যমন্ত্রীকে কদর্য আক্রমণ দিলীপ ঘোষের
এদিন দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, "আজ ভারতের জন্য খুব দুঃখের দিন। ভারতীয় জনতা পার্টি ও তাদের লিডার দিলীপ ঘোষ ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নারীবিদ্বেষী কথাবার্তা বলছেন, অপমান করছেন। অবমাননাকর কথার তীব্র নিন্দা জানিয়ে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"