তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকার তোলার অভিযোগ। অভিযোগ, কলকাতার মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশ্যাল ডিউটি কালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরণী থানা। এই ইস্যুতে মুখ খুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে তাঁর কাছে কোনও খবর ছিল না। থানায় অভিযোগ দায়েরের আগে তাঁকে একবার জানানো যেত বলে দাবি করেছেন ফিরহাদ।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে কালীর বিরুদ্ধে। এই অভিযোগ দায়ের করেছেন অভিষেকের দফতরে কর্মরত অয়ন ঘোষ দস্তিদার। যদিও লালবাজার থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের কাছ থেকে এই অভিযোগের কথা শুনেছেন বলে জানিয়েছেন কলকাতার মেয়র। ফিরহাদ জানিয়েছেন, তিনি আগে জানতে পারলে বিভাগীয় তদন্তের নির্দেশ দিতেন।
কালীর বিরুদ্ধে আগেই টাকা তোলার অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, তপসিয়া এলাকা থেকে ২০০ কোটি টাকা তুলছেন কালী। মূলত, তৃণমূল ভবন তৈরিতে কালীর অনেক হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু।
এই ব্যাপারে যা বলার ফিরহাদ হাকিম বলবেন বলে জানিয়েছেন যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই কালী বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই অভিযোগ ঠিক নয়।