এবার অসুস্থ কৌশিক বড়ুয়া নামের আর এক পড়ুয়া। এই পরিস্থিতি কলকাতা মেডিক্যাল কলেজের কোনও জটই কাটল না। শুক্রবার অনশনরত পড়ুয়াদের সঙ্গে সমস্যার সমাধান বার করতে বৈঠকে বসেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু বৈঠকের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়ে তা ভেস্তে যায়। বৈঠকের মাঝপথেই স্বাস্থ্য ভবনের দিকে চলে যান অধ্যক্ষ। এই অবস্থায় এদিন অসুস্থ হয়ে পড়েন অনশনরত পড়ুয়া কৌশিক বড়ুয়া। এর আগে অসুস্থ হন ঋতম মুখোপাধ্যায়। তাঁর এখনও চিকিৎসা চলছে। কৌশিককে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গত ছ বছর ধরে কলকাতা মেডিক্যাল কলেজে বকেয়া রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দাবিতেই গত আটদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। সেই জট কাটাতেই এদিন বৈঠকে বসেছিল দু পক্ষ। বৈঠকের মাঝেই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। অধ্যক্ষের চেয়ারে বসার যোগ্যতা আছে কী নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন পড়ুয়ারা। আর তাতেই কার্যত ভেস্তে যায় বৈঠক। সভা ছাডে়ন অধ্যাপকরা।
আলোচনা অর্থহীন বলে জানান উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী। বিষয়টি জানাতে চলে যান স্বাস্থ্যভবনে। ফলে সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেল।