সরস্বতী পুজোর বাকি আর মাত্র ৪ দিন। এরমধ্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশের দাবি ছিল তৃণমূল ক্যাম্পাসে অযথা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, যা কোনও ভাবেই মানা যায় না। শিক্ষাঙ্গনে পুজো নিয়ে কর্তৃপক্ষের আপত্তির মধ্যেই যদিও তৃণমূল তার জায়গায় অনড়। তাদের সাফ হুঁশিয়ারি, 'তৃণমূল সরস্বতী পুজো করবেই, কেউ আটকাতে পারবে না'।
Pathan Advance Booking In India : বাণিজ্যে বসতে লক্ষ্মী, অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ল পাঠান
প্রেসিডেন্সির ২০০ বছরের ইতিহাসে কখনই ক্যাম্পাসে কোনওরকম সরস্বতী পুজো হয়নি। ধর্ম নিরপেক্ষতার কথা ভেবেই এই সিদ্ধান্তে দীর্ঘ কয়েক দশক সায় দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তবে এই যুক্তি মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ। তাঁদের যুক্তি, 'সংবিধানে বলা আছে প্রত্যেকে নিজেদের আচার অনুষ্ঠান পালন করতে পারলেই, তাকে ধর্ম নিরপেক্ষতা বলে।' গত বৃহস্পতিবার প্রাঙ্গণে সরস্বতী পুজো করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয় তৃণমূল ছাত্র পরিষদ। তারপর থেকেই শুরু হয় অশান্তি।