প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে (Koustav Bagchi)। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিরুদ্ধে মন্তব্য করার পরই শনিবার মধ্যরাতে তাঁর বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। প্রতিহিংসার রাজনীতি হয়েছে। জানালেন, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বাবা। কৌস্তভের দাবি, এটা তাঁর নৈতিক জয়। আইনের পথেই প্রশাসনের বিরুদ্ধে লড়বেন তিনি। ঘটনার জেরে প্রতিবাদে নামবে বলে জানিয়েছে যুব কংগ্রেসও।
কংগ্রেস নেতা কৌস্তভ জানান, তাঁর সাংবাদিক বৈঠকে রাজ্যের শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি পুলিশের। শনিবার রাত ৩টে নাগাদ তাঁর বাড়িতে যান বড়তলা থানার পুলিশ। পুলিশের গাড়িতে কংগ্রেস নেতাকে তোলার সময় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা।
কৌস্তভের বাবা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায় প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে। মাঝরাতে পুলিশ এসে বাড়িতে হানা দিয়ে হেনস্থা করেছে। কৌস্তভ জানান, নেত্রী যে তাঁকে এত ভয় পাবেন, তা তিনিও ভাবেননি।
আরও পড়ুন: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বাড়িতে মধ্যরাতে হানা, গ্রেফতার কলকাতা পুলিশের
সাগরদিঘি উপনির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ব্যক্তিগত আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লেখা একটি বই ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কৌস্তভ বাগচি। এরপরই তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ।