রাজ্য বিধানসভায় অবশেষে সরকারি ভাবে শূন্য থেকে এক হল কংগ্রেস। বুধবার সাগরদিঘির কংগ্রেস বিধায়ককে শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাইরনের শপথের দিনেই উঠল বিরোধীদের আঁতাঁতের অভিযোগ। কারণ, বাইরনের শপথের পরেই কার্যত বেনজির ভাবেই কংগ্রেস বিধায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিন বিজেপি বিধায়ক। রাজনৈতিক মহলের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নির্দেশেই বিধানসভায় বাইরনকে বরণ করা হয়।
দিন কয়েক আগেই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে সাগরদিঘিতে বিরোধীদের আঁতাঁতের অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, প্রার্থী দিয়েছে কংগ্রেস। তাকে সমর্থন করেছে বাম ও বিজেপি। এদিন বিধানসভায় বাইরনকে তিন বিজেপি বিধায়কদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় এই অভিযোগ সত্যি হল বলেই দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
যদিও শাসক দলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও কংগ্রেস। গেরুয়া শিবির থেকে দাবি করা হয়েছে, এই ঘটনা সৌজন্য ছাড়া কিছু নয়। আর কংগ্রেসের পাল্টা দাবি, সাগরদিঘির ঘটনায় কোনও আঁতাঁত ছিল না, এদিনও নেই। তারা শুধুমাত্র বামেদের সঙ্গে জোট করেই ভোটে লড়াই করেছিল।