সুখবর । নতুন মেট্রো স্টেশন (New Metro Station) পেতে চলেছে কলকাতাবাসী (Kolkata) । তাও আবার ভিক্টোরিয়ার (Victoria) সামনেই । নতুন স্টেশনের নামও দেওয়া হচ্ছে ভিক্টোরিয়ার নামে । ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন (Victoria Memorial Metro Station) ।
জোকা-বি-বা-দী বাগ মেট্রো প্রকল্পের অন্তর্গত এই স্টেশন । তাই এবার ভিক্টোরিয়া থেকে বাড়ি বা অন্যত্র যাওয়ার জন্য বাস বা ট্যাক্সির পাশাপাশি থাকছে মেট্রোর অপশনও । অনেক জটিলতার পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের অনুমতি মিলেছে । তাই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।
জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই তৈরি হবে মেট্রো স্টেশন । দু'টো গেট থাকবে । একটা গেট তৈরি করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে, আরেকটা এসএসকেএম-এর দিকে ।
আরও পড়ুন, Vande Bharat Express: আরও ২টি বন্দেভারত চালু হচ্ছে হাওড়া থেকে, সফর হবে আরও আরামের
বর্তমানে ময়দান চত্বরের পাঁচ হাজার বর্গমিটার জায়গা ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে । এরপর তৈরি হবে দীর্ঘ ডায়াফ্রাম ওয়াল । মেট্রোর কাজের সময় মাটির ধস আটকানোর জন্য ওই দেওয়াল তৈরি করা হয় । এছাড়া, ভিক্টোরিয়ার সামনের ফোয়ারাটি ভেঙে ফেলা হবে বলে মেট্রো সূত্রে খবর । সব কাজ শেষ হয়ে গেলে, পরে পুনর্নির্মাণ করা হবে ওই ফোয়ারা ।
ভিক্টোরিয়ার সামনে মেট্রো স্টেশন করার বিষয়ে প্রথমেই অনুমতি মেলেনি ভিক্টোরিয়া কর্তৃপক্ষের । ভিক্টোরিয়ার নীচ দিয়ে মেট্রো গেলে সৌধের কোনও ক্ষতি হবে কি না, সেই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল গত কয়েক বছর ধরে । কৃত্রিম কম্পন তৈরি করেও পরীক্ষা চালানো হয় । অবশেষে অনুমতির চাওয়ার প্রায় ৫-৬ বছর পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে মেট্রোর কাজে ছাড়পত্র দিয়েছে ।