ভারতীয় সেনার পাক নাগরিক (Pakistani)। সম্প্রতি কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল এই অভিযোগ। গৃহিত হয়েছিল মামলাও। বুধবার সেই মামলায় নতুন মোড় নিল। বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) এবার এফআইআর (FIR) করার নির্দেশ দিলেন। আদালতের নির্দেশে প্রাথমিক ভাবে বিষয়টি দেখছিল সিবিআই। এদিন এই মামলায় হাই কোর্টে রিপোর্ট জমা পড়ে। তারপরেই এফআইআরের নির্দেশ।
নথি জাল করে ভারতীয় সেনায় নিয়োগ হয়েছে। নিজেদের রিপোর্টে দাবি করেছে সিবিআই। এমনকী এই ব্যাপারে তথ্য প্রমাণ রয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও নথি জাল করে ভারতীয় সেনা কোনও পাক নাগরিক চাকরি করছেন কীনা, তা এখনও নিশ্চিত নয় বলেই দাবি। গুরুত্ব বিচার করে বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত বারাকপুরে ভারতীয় সেনায় চাকরি করছেন দুই পাক নাগরিক। এই অভিযোগেই সম্প্রতি কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারী বিষ্ণু চৌধুরীর অভিযোগ ছিল ছদ্মনামে দুই পাক নাগরিক ভারতীয় সেনায় চাকরি করছেন। প্রাথমিক ভাবে এই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। পরে বিচারপতি রাজাশেখর মান্থা এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।