প্রভাবশালী তত্ত্বে খারিজ অনুব্রত মণ্ডলের জামিন। বুধবার গরুপাচার মামলায় অনুব্রতকে আসানসোলের CBI আদালতে তোলা হয়। সিবিআইয়ের আইনজীবী আদালতে দাবি করেন, অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী, যে জেলে বসেও প্রভাব খাটাতে সক্ষম তিনি। অনুব্রতের আইনজীবী জামিনের আবেদন জানান। কিন্তু তা আদালতে ধোপে টেকেনি। তার ফলে পুজোয় জেলেই কাটাতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির।
পুজোর জন্য আদালত ছুটি থাকবে। আগামী ৫ অক্টোবর ও ১৯ অক্টোবর আসানসোল CJM আদালতে মামলার পরবর্তী শুনানি। ২৯ অক্টোবর সিবিআই আদালত খুললে, ফের শুনানি হবে। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবীরা জানান. দুটি NGO সংস্থার সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ থাকার কথা সামনে এসেছে। আরও ১৫-১৯টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সিবিআইয়ের দাবি, অনুব্রতকে এখন জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে।
আরও পড়ুন: 'কর্মফল', টাটার নিয়োগপত্র দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
বুধবার আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ গুহঠাকুরতা তৃণমূল নেতার জামিনের আবেদন করেন। তাঁদের যুক্ত ছিল, গরুপাচার মামলায় অন্য অভিযুক্তদের অনেকেরই জামিন মুকুব হয়েছে। এরপর অনুব্রতর শারীরিক পরিস্থিতির কথা তুলে জামিনের আবেদন করেন তাঁরা। কিন্তু তাঁদের আবেদন ধোপে টেকেনি।