টেলি অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে (Pallavi Dey Death) প্রধান অভিযুক্ত সাগ্নিক চক্রবর্তীর (Sagnik Chakraborty) (Police Custody) পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। পল্লবীর ‘লিভ-ইন’ সঙ্গী সাগ্নিকের আগামী ২৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।
বুধবার দুপুর ১২টা নাগাদ সাগ্নিককে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক প্রধান অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে আদালতে জামিনের আবেদন করে সাগ্নিকের আইনজীবী জানান, এই ঘটনা প্রণয় ঘটিত সম্পর্কের কারণেই হয়েছে। তবে পল্লবীর পরিবারের আইনজীবী অর্ঘ্য গোস্বামীর দাবি, অভিনেত্রীর মৃত্যুর সময় ঘটনাস্থলে আর কেউ উপস্থিত ছিলেন কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণে এখনই জামিন দেওয়া উচিত নয় সাগ্নিককে।
প্রায়ই ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা, ঘটনার দুদিন আগেও এসেছিলেন, দাবি পরিচারিকার
ইতিমধ্যেই পল্লবীর পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । পরিচারিকা (Pallavi Dey's Maid) সেলিমা সর্দারের দাবি, ঐন্দ্রিলা একাধিকবার পল্লবীদের ফ্ল্যাটে এসেছেন । মাঝে মাঝে পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে থাকতেন ঐন্দ্রিলা ।
সোমবারই পল্লবীর মা-বাবার অভিযোগের ভিত্তিতে সাগ্নিক ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তারপরই মঙ্গলবারই সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল গরফা থানার পুলিশ।