মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়ির নিরাপত্তা ব্যবস্থা (Security) নিয়ে আরও তৎপর প্রশাসন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে শহরের নিরাপত্তা খতিয়ে দেখলেন খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল (CP Veenit Goyal)। ধর্মতলা, মহাকরণ, শ্যামবাজার, রাজাবাজার, মৌলালি, সব অংশই ঘুরে দেখেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে।
মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতের অন্ধকারে আগন্তুকের প্রবেশ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনকে আরও সুরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার জন্য বাড়ির পিছন দিকের সীমানা ১৩-১৪ ফুটের অ্যালুমিনিয়াম সিট দিয়ে ঘিরে দেওয়া হবে। কংক্রিটের দেওয়ালের ওপর থেকে বসবে ওই সিট। মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় দুটি ওয়াচটাওয়ার বসানো হবে। একটি আলিপুর জেল সংলগ্ন ও অন্য ওয়াচ টাওয়ার থাকবে বলরাম ঘাটের দিকে। এখন থেকে ২০ জন পুলিশ কর্মী এই ওয়াচটাওয়ারে শিফটিং ডিউটিতে থাকবেন। বাড়ির সামনে সিসিটিভিগুলিতেও আরও ক্লোজ মনিটরিং চালানো হবে।
আরও পড়ুন: কুল্লুতে মেঘভাঙা বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল গাড়ি, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত
সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলে। ধৃত যুবকের নাম হাফিজুল মোল্লা। সে হাসনাবাদের বাসিন্দা। পেশায় গাড়িচালক হাফিজুল। তার পরিবারের দাবি, হাফিজুলের মানসিক সমস্যা আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করার সময় তার কাছে একটি লোহার রড ছিল। এর আগেও নবান্নে প্রবেশ করার চেষ্টা করেছিল সে। সেই সময় মন্দিরতলা থানার পুলিশ তাঁকে ধরে ফেলে।