পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের শহরে অভিনব প্রচার সিপিএমের। কর্মসূচির নাম 'হাটেবাজারে পঞ্চায়েত'। শনিবার রাতে কলকাতার খান্না মোড়ে হরি সাহা হাটে লিফলেট বিলি করল সিপিএমের কলকাতা জেলা কমিটি।
শনিবার রাতে সাড়ে ১১টা থেকে এই কর্মসূচি শুরু করেন সিপিএম কর্মীরা। হাটের ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন। এই খান্না মোড়ের হাটে কিছু বাড়তি মুনাফা লাভে শহরে আসেন গ্রামবাসীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা সিপিএমকে কেন ভোট দেবেন, তা নিয়েই প্রচার চালায় জেলা কমিটির।
আরও পড়ুন: বাজারে আকাশছোঁয়া সবজি, সুফল বাংলার বিপনিতে ছাড় দেবে রাজ্য
শনিবার যাদবপুর স্টেশনেও পঞ্চায়েত নির্বাচনের প্রচার করা হয়। স্টেশনের ব্যবসায়ী, ট্রেনের যাত্রীদের সঙ্গে সংযোগ স্থাপন করেন কর্মীরা।