প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। ফলে বাড়িতেই থাকতেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
কী হয়েছিল বুদ্ধদেববাবুর?
সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু তেমন বাড়াবাড়ি হয়নি। সেসময় তাঁর পরিবারের তরফে চিকিৎসকের কাছে খবর দেওয়া হয়। সেইমতো বৃহস্পতিবার সকালে আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর বাড়িতে চিকিৎসকদের যাওয়ার কথা ছিল। প্রয়োজনে তাঁকে ফের হাসপাতালে ভর্তিও করারও ভাবনাচিন্তা করা হয়েছিল।
বৃহস্পতিবার সকাল থেকে ফের অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও চা-এবং ব্রেকফাস্ট করেছিলেন তিনি। তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দ্রুত তাঁকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পারিবারিক সূত্রে খবর তারপরেই হৃদরোগে আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য।
খবর পেয়েই কিছুক্ষণ পরেই প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বাড়িতে পৌঁছন চিকিৎসকরা। তাঁরা সেখানে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে ২০২৩ সালের ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেইসময় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ৯ অগাস্ট হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফিরেও কঠোর নিয়মের মধ্যে রাখা হয়েছিল তাঁকে।