বুকস্টল ভাঙচুরের প্রতিবাদ। মহাষ্টমীর সন্ধ্যায় আটক পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক বাম নেতা। সপ্তমীর রাতে রাসবিহারীর 'প্রগতিশীল সাহিত্য' স্টল ভাঙচুর চলে বলে অভিযোগ সিপিএমের। তাই নিয়েই প্রতিবাদ সভা ছিল বামেদের।
শাসকদল তৃণমূল যদিও বলেছে, পুজো কমিটির সমস্যা না দেখে, কেন মণ্ডপের সামনে বইয়ের স্টল দেওয়া হয়েছে। সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। সেই নিয়ে মহাষ্টমীতে প্রতিবাদ সভা করে সিপিএম। মহাষ্টমীর সন্ধ্যায় গণ্ডগোল এড়াতে পুলিশ তাঁদের আটক করে।
সিপিএমের অভিযোগ, 'চোর ধরো, জেল ভরো'- এই পোস্টারই শাসক দলের আপত্তি। সোমবার ঘটনার প্রতিবাদে রাসবিহারী এভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে বুকস্টল চালু করার ডাক দেয় সিপিএম। সেখানে উপস্থিত ছিলেন কমলেশ্বর, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক বামনেতা। বইয়ের বিপণি ফের চালু করার সময় গোলমাল হয়। সিপিএমের অভিযোগ, বারবার শাসকদলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তবু আটক করা হয়েছে প্রতিবাদীদের।