দেশের সংবিধান রক্ষা, বিজেপি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে সংগঠনকে শক্তিশালী করা এবং একইসাথে রাজ্যের তৃণমূল সরকারের লাগাতার দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামলেন সিপিএম নেতৃত্ব। সকালেই ৩০ জানুয়ারি, গান্ধী হত্যার দিনটিকে 'কালো দিন' হিসেবে গণ্য করে রাজ্য বামফ্রন্টের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করা হয়।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সোমবার ধর্মতলায় সমাবেশ। তার আগে সোমবার সিপিএমের 'নবরত্ন' জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, বিটি রণদিভে, বাসব পুন্নাইয়া, হরকিশন সিং সুরজিৎ, পি রামমূর্তি, ইএমএস নাম্বুরিদিপাদ, পি সুন্দরাইয়া এবং একে গোপালনদের নামে ৯টি মিছিল শহরের ৯টি প্রান্ত থেকে এসে মিলল ধর্মতলায়।
এই ৯টি মিছিলের মধ্যে 'জ্যোতি বসু বিগ্রেড'-এর মিছিলে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরা। প্রমোদ দাশগুপ্ত বিগ্রেডের নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, শ্রমিক নেতা অনাদি সাহু, কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, আভাষ রায়চৌধুরীরা। পাশাপাশি, পি সুন্দরাইয়া বিগ্রেডের নেতৃত্বে ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরও পড়ুন- Mamata banerjee visits Bolpur Haat: বোলপুরের হাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ভিড় টানতে নতুন নামকরণ মমতার
জানা গিয়েছে, সোমবার ধর্মতলার এই সমাবেশে বক্তব্য রাখবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম, সর্বভারতীয় কৃষক নেতা বিজু কৃষ্ণান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩০ জানুয়ারি, গান্ধী হত্যার দিনটিকে 'কালো দিন' হিসেবে গণ্য করে রাজ্য বামফ্রন্টের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য সূর্য্যকান্ত মিশ্র সহ বামফ্রন্ট নেতৃত্ব।