ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাকর্মীদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ। নিন্দায় সরব হল সিপিএম। শনিবার এই নিয়ে বিবৃতি দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাকও দিয়েছেন তিনি।
বিধায়ক নওশাদ সিদ্দিকি, আইএসএফ কর্মীদের উপর তৃণমূলের হামলারও নিন্দা করেন মহম্মদ সেলিম। তাঁর দাবি, মোট ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ভাঙড়েও আইএসএফের উপর হামলা করেছে তৃণমূল। এর বিরুদ্ধে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক।
শনিবার কলকাতায় আইএসএফের দলীয় সভা ছিল। সেই সভায় যাওয়ার পথে তাঁদের কর্মীদের মারধর করা হয়। অভিযোগ শাসক দল তৃণমূলের দিকেই। ভাঙরের বিধায়কের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
শনিবার ধর্মতলা চত্বরে প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ সমর্থরা। সেই বিক্ষোভ সরাতে পুলিশ প্রথমে তাঁদের বোঝানো শুরু করে। তাতেও চিড়ে না ভিজলে, শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। অভিযোগ, তাতেই ধর্মতলা চত্বর কিছুক্ষণের মধ্যেই উত্তাল হয়ে ওঠে। পুলিশের দিকে পাল্টা তেড়ে যাওয়ার অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।