রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিমযাত্রায় নেওয়া হবে না গানস্যালুট। এডিটরজি বাংলার পক্ষ থেকে এই ব্যাপারে সিপিএম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা জানিয়েছেন, রাজ্যের দেওয়া প্রস্তাব কার্যত ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তিমযাত্রার যে সূচি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছিল, তাকেই চূড়ান্ত বলে জানান রাজ্য সিপিএমে নেতারা। তাঁরা জানিয়েছেন, এই সূচি তৈরি করা হয়েছে পলিটব্যুরোর সঙ্গে আলোচনা করেই।
বৃহস্পতিবার প্যাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তিম যাত্রা হবে। এই ব্যাপারে তাঁর প্রস্তাব ছিল সিপিএম যদি মনে করে, তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ রবীন্দ্র সদন বা নন্দনে শায়িত রাখা যেতে পারে।
বিকেলে সিপিএমের তরফে বুদ্ধবাবুর অন্তিমযাত্রা যে সূচি প্রকাশ করা হয়, তাতে জানানো হয় পিস ওয়ার্ল্ড থেকে দেহ প্রথমে যাবে বিধানসভায়। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে। তারপর দীনেশ মজুমদার ভবনে। বিকেল চারটের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে।