বড়দিন সেলিব্রেশনে মেতেছে তিলোত্তমা । চিড়িয়াখান, নিকো পার্ক থেকে ভিক্টোরিয়া, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট...যেদিকেই চোখ যাচ্ছে শুধু কালো মাথার সারি । সকাল থেকেই বিভিন্ন চার্চে ভিড় করেছেন মানুষ । সেন্ট পলস ক্যাথিড্রালে দেখা গেল সেই ছবি । কেউ ঘুরতে এসেছেন পরিবার নিয়ে বা বন্ধু নিয়ে, কাউকে দেখা গেল আবার প্রিয় মানুষটার হাতে হাত রেখে হাঁটতে । মোমবাতি জ্বালালেন, চলল দেদার সেলফি তোলা, রিল বানানো ।
অন্যদিকে, সোমবার সাধারণত জাদুঘর বন্ধ থাকে । কিন্তু, বড়দিনের জন্য আজ খোলা রয়েছে মিউজিয়াম । সেখানেও টিকিট কাউন্টারে বেশ ভিড় লক্ষ্য করা গেল । মিউজিয়াম ঘুরে দেখছেন, সেলফি তুলছেন । কচি কাচাদের ভিড় ছিল বেশি