ফের টাকার বান্ডিল উদ্ধার কলকাতায়। এবার বালিগঞ্জে। কয়লাপাচার কাণ্ডে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার বালিগঞ্জে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। সেখান থেকেই ১ কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, এখনও সেখানে টাকা গোনার কাজ চলছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিনও। ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে এই বেসরকারি সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে। খোঁজ মিলেছে এমন আরও একাধিক সংস্থার।
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়েক হাত ঘুরে কয়লা পাচারের এই টাকা বিনিয়োগ করা হতো। তদন্তের জন্য দিল্লি থেকে ইডি'র উচ্চপদস্থ আধিকারিকরা এসে কলকাতার আধিকারিকদের সঙ্গে ওই অফিসে হানা দেন।