বহুদিন পর ফের জমজমাট কলকাতার দুর্গাপুজো। করোনার দাপটে গত দু'বছর কার্যত মাস্কের আড়ালেই কেটেছে শারদীয়া। তাই এবছর পরিস্থিতি একটু স্বাভাভিক হতেই বাঙালি কোমর বেঁধে রেডি ছিল জমিয়ে পুজো উপভোগ করবে বলে। কিন্তু তাতেও বাধ সাধল বৃষ্টি। মহাষ্টমীর সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গে ঝাঁপিয়ে বৃষ্টি হয়। রাত টুকুতেও মেলেনি রেহাই। সন্ধ্যের পর থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা।
তবে বাঙালিও হাল ছাড়ার পাত্র নয়। বৃষ্টি মাথায় নিয়ে ছাতাকে সঙ্গী করেই কলকাতার একাধিক পুজো মণ্ডপে দেখা গিয়েছে মানুষের ঢল৷ দক্ষিণের অন্যতম বিখ্যাত পুজো ত্রিধারাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বাবুবাগানের প্যান্ডেলেও থিক থিক করেছে ভিড়। সব মিলিয়ে বৃষ্টি ভিলেন হলেও অষ্টমীকে একেবারে মাঠে মারা যেতে দেয়নি বাঙালি।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী তো রেহাই মেলেনি নবমীতেও কি বৃষ্টি হবে এখন এই একটাই প্রশ্ন। হাওয়া অফিসের তথ্য বলছে, কলকাতাবাসী নবমীতে খানিক স্বস্তিতে থাকলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে মাঝেমধ্যে দু'এক পশলা বৃষ্টি হতে পারে।