21st July Sahid Diwas : দলে দলে আসছেন কর্মী-সমর্থকরা, সকাল থেকেই ভিড় শিয়ালদহ স্টেশন চত্বরে

Updated : Jul 20, 2023 14:16
|
Editorji News Desk

তৃণমূলের শহিদ দিবস (21st July Sahid Diwas) উপলক্ষে ধর্মতলায় (Dharmatala) শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । পঞ্চায়েতে ব্যাপক সাফল্যের পর মেগা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের । দলের তরফে আগেই ২১ জুলাই বিজয় সমাবেশের ডাক দেওয়া হয়েছিল । সেই মেগা ইভেন্ট উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা । শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে সেই ছবি দেখা গেল ।

বৃহস্পতিবার সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে । জেলা থেকে একে একে কর্মী সমর্থকরা আসছেন । স্টেশন চত্বরে সারি দিয়ে দাঁড়িয়ে বাস । বাসের সামনে লেখা ধর্মতলা চলো । তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে । ট্রেন থেকে নামার পর দলে দলে ওই বাসগুলিতে করেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছচ্ছেন কর্মী সমর্থকরা । 

আরও পড়ুন, 21st July Sahid Diwas: ২১ জুলাই শহরের কোন কোন রাস্তা বন্ধ থাকবে, কেমন থাকবে ট্রাম, বাস পরিষেবা ? জেনে নিন
 

কেউ কেউ অনেকটা পথ জার্নি করে এসেছেন । কিন্তু, চোখে-মুখে নেই ক্লান্তির ছাপ । শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনায় ফুটছেন তাঁরা । 

উল্লেখ্য, বুধবারই জেলা জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা । শহরের একাধিক জায়গায় তাঁদের রাত্রিবাস এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিকে তুলনামূলক ভাল ফল করায় উত্তরবঙ্গ থেকে বেশি কর্মী নিয়ে আসার পরিকল্পনা রয়েছে শাসক দলের। দলীয় সূত্রে খবর হাওড়া ও শেয়ালদা গামী ট্রেনে করে তাঁদের নিয়ে আসা হচ্ছে । এবছর রেকর্ড সংখ্যক ভিড়ের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল নেতৃত্ব।

এদিকে, নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন পুলিশের পদস্থ কর্তারা । জানা গিয়েছে, একাধিক টিম গঠন করে নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে।

কলকাতা ও শহরতলি মিলিয়ে মোট ৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। ইতিমধ্যে একাধিক পয়েন্টে পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে মোট ২০টি ছাদ বেছে নেওয়া হয়েছে। যেখান থেকে নজরদারি চালাবে পুলিশের একাধিক টিম।

Sealdah

Recommended For You

editorji | কলকাতা

Christmas Market : সান্টার সাজে গোপাল, বড়দিনের বাজারে চমক হাতিবাগানে

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা