তৃণমূলের শহিদ দিবস (21st July Sahid Diwas) উপলক্ষে ধর্মতলায় (Dharmatala) শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । পঞ্চায়েতে ব্যাপক সাফল্যের পর মেগা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের । দলের তরফে আগেই ২১ জুলাই বিজয় সমাবেশের ডাক দেওয়া হয়েছিল । সেই মেগা ইভেন্ট উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা । শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে সেই ছবি দেখা গেল ।
বৃহস্পতিবার সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে । জেলা থেকে একে একে কর্মী সমর্থকরা আসছেন । স্টেশন চত্বরে সারি দিয়ে দাঁড়িয়ে বাস । বাসের সামনে লেখা ধর্মতলা চলো । তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে । ট্রেন থেকে নামার পর দলে দলে ওই বাসগুলিতে করেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছচ্ছেন কর্মী সমর্থকরা ।
কেউ কেউ অনেকটা পথ জার্নি করে এসেছেন । কিন্তু, চোখে-মুখে নেই ক্লান্তির ছাপ । শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনায় ফুটছেন তাঁরা ।
উল্লেখ্য, বুধবারই জেলা জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা । শহরের একাধিক জায়গায় তাঁদের রাত্রিবাস এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিকে তুলনামূলক ভাল ফল করায় উত্তরবঙ্গ থেকে বেশি কর্মী নিয়ে আসার পরিকল্পনা রয়েছে শাসক দলের। দলীয় সূত্রে খবর হাওড়া ও শেয়ালদা গামী ট্রেনে করে তাঁদের নিয়ে আসা হচ্ছে । এবছর রেকর্ড সংখ্যক ভিড়ের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
এদিকে, নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন পুলিশের পদস্থ কর্তারা । জানা গিয়েছে, একাধিক টিম গঠন করে নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে।
কলকাতা ও শহরতলি মিলিয়ে মোট ৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। ইতিমধ্যে একাধিক পয়েন্টে পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে মোট ২০টি ছাদ বেছে নেওয়া হয়েছে। যেখান থেকে নজরদারি চালাবে পুলিশের একাধিক টিম।