বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বৃহস্পতিবার একবালপুর এবং পোস্তা এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় জওয়ানরা। সকাল থেকেই স্থানীয় থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে এক কোম্পানি বাহিনী রুটমার্চ চালায় বিভিন্ন এলাকায়। পোস্তাতেও রুটমার্চ করে দুই সেকশন কেন্দ্রীয় বাহিনী।
লালবাজার (Kolkata Police) সূত্রে খবর, শহর কলকাতায় এখন পর্যন্ত প্রায় ৫-৬টি শোভাযাত্রা, ছোট-বড় মিলিয়ে প্রায় ৮০টি পুজো হবে। সবকটি শোভাযাত্রায় এসি পদমর্যাদার অফিসাররা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বেশ কিছু স্পর্শকাতর এলাকায় পুলিশের পিকেটও থাকবে বলে জানা যাচ্ছে।
কলকাতা পুলিশের তরফে শহরের প্রায় ৫০টি জায়গায় অতিরিক্ত সিসিটিভি লাগানো হয়েছে। শোভাযাত্রা সামলানো পুলিশদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। প্রয়োজনে ডিসি পদমর্যাদার অফিসাররা নিজের নিজের এলাকায় নজরদারি চালাবেন বলে খবর।