হাতেখড়ি অনুষ্ঠানের পরই দিল্লি রওনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CVI Anan)। সরস্বতী পুজোর দিন রাজভবনে তাঁর অনুষ্ঠান ছিল বিকেল ৫টা নাগাদ। সন্ধে ৭টা নাগাদ দিল্লি রওনা দেন তিনি। রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লি যাওয়া পূর্ব নির্ধারিত ছিল।
সূত্রের খবর, দিল্লিতে বাংলার প্রাক্তন রাজ্যপাল ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdip Dhankhar) সঙ্গে বৈঠক হতে পারে সিভি আনন্দ বোসের। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি।
আরও পড়ুন: রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে 'জয় বাংলা' কেন, অনুযোগ শুভেন্দু অধিকারীর
তবে বিজেপি শিবিরের অনেকে দাবি করেছেন, হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে বিতর্কের জেরেই দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।
প্রসঙ্গত, এদিন রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানে বাংলায় কথা বলেন রাজ্যপাল। শিশুকন্যার কাছে বাংলা শব্দ শেখেন তিনি। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম। বিমান বসু-সহ অন্য অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন। তবে বিজেপির কোনও প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেননি।