আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ (Bay Of Bengal Depression)। আন্দামানের (Andaman) কাছে এসে শক্তি বাড়াবে এই ঘূর্ণিঝড়। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে এসে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবে অশনি।
অশনি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের (West Bengal Weather Update) উপকূলে অশনি ঘূর্ণিঝড় আছড়ে পড়বে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। শনিবার এটি সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। বাংলাদেশ ও মায়ানমার উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে অশনি।
আরও পড়ুন: বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে নতুন সাইক্লোন সিত্রাং
এদিকে কলকাতায় গত কয়েকদিন ধরেই বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গরম আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ দোলের দিন বেশ গরম অনুভূত হওয়ার সম্ভাবনা। দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ শুরু হয়েছে। নিম্নচাপের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টির সর্তকতা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জেলায় জেলায় সকাল-সন্ধের দিকে হালকা শীতের আমেজ থাকলেও ক্রমশ তা কমবে।