সমুদ্র উপকূল থেকে স্থলভাগে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে দিয়েছে রেমাল ঘূর্ণিঝড়। রবিবার রাতে রাজ্যবাসীকে টুইট করে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। রেমালের দাপটে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন রাত সাড়ে ১০টা নাগাদ এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে সতর্ক করে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি। সব সময় থাকব। এই ঝড় পেরিয়ে যাবে।"
রবিবার যাদবপুরে প্রচার সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোনারপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভয় পাবেন না। সাবধানে থাকবেন। বিদ্যুৎ চলে গেলে গেলে, চিন্তার কারণ নেই। আমরা জেনারেটর রেখেছি। ব্যবস্থা করব।" বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিদ্যুতের খুঁটিনাটি বিষয়গুলি নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।