কবে এবং কোথায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় রেমাল ? শুক্রবার দুপুর থেকেই এই প্রশ্ন আলিপুর আবহাওয়া দফতরের কাছে। পূর্বাভাসে জানানো হয়েছে, ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা উপকূলে। সেই জন্য রাজ্যের দুই উপকূলের জেলাকে আগাম সতর্ক করা হয়েছে।
শনিবার রাজ্যের ষষ্ঠ দফার ভোট। ইতিমধ্যেই বুথমুখী হয়েছেন ভোট-কর্মীরা। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাতের মধ্যেই সাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রেমাল। রবিবার তা আছড়ে পড়তে পারে বালেশ্বরের কাছে।
এই কারণেই শনিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এদিনই ভোট রয়েছে উপকূলের দুই অঞ্চল কাঁথি এবং তমলুকে। তার জন্য বিশেষ সতর্কতা নিয়েছে কমিশন। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া।
দক্ষিণবঙ্গের বাকি জেলার সঙ্গে কলকাতাতেও শনিবার থেকে শুরু হতে পারে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া। ইতিমধ্যেই উপকূলের সব জেলাকে সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।