ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ৷ শনিবার রাতেই সেটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে৷ রবিবার আছড়ে পড়তে পারে উপকূলে৷
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি৷ ক্রমশ সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকালে এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে। রবিবার গভীর রাতে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
এর প্রভাবে শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ রবিবার দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে৷
কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়ায়৷ এই জেলাগুলিতে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম এবং দুই বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ সেখানে ভারী বৃষ্টি হতে পারে।