বড়দিনের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে বরফ গলেনি। মধ্যরাত থেকেই নবান্নের সামনে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। দাবি, কেন্দ্রীয় হারে ডিএ বাড়াতে হবে। শুক্রবার ভোরে তাঁদের তুলে দিতে এগিয়ে আসেন পুলিশ কর্মীরা। তখনই বচসা শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, হাই কোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে তাঁদের বসতে বাধা দিচ্ছে পুলিশ।
বৃহস্পতিবারই নবান্নের সামনে ধরনার অনুমতি পান ডিএ আন্দোলনকারীরা। আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর নবান্নের সামনে ধরনা দেওয়ার কথা সংগ্রামী যৌথ মঞ্চের। পুলিশ ব্যারিকেডের সামনেই বসে পড়েন তাঁরা। শেষমেষ ব্রিজের নিচে একটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে ডিএ-র দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।