ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার। শুক্রবার হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে এই কথা জানিয়েছেন রাজ্যের আইনজীবী। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান না। এই নিয়ে রাজ্যে সরকারি কর্মচারী সংগঠনগুলির লড়াই দীর্ঘদিন ধরে চলছে। এই মামলায় চলতি বছর মুখ পুড়েছে রাজ্য সরকারের। ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ৩১ শতাংশ হারে মিটিয়ে দিতে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ডিএ দেয়নি রাজ্য সরকার। ইতিমধ্যেই যে কারণে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যেই ডিএ নিয়ে হাইকোর্টের রায়ের পুনঃ বিবেচনার আর্জি করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের এই আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।