ডিএ ধর্মঘটের শাস্তি। আন্দোলনে সামিল যে সকল সরকারি কর্মচারীদের শো-কজের জবাব সন্তোষজনক নয়, তাঁদের মার্চ মাসের একদিনের বেতন কাটতে চলছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত ১০ মার্চ ডিএ আন্দোলনে যাঁরা সামিল হয়েছিল, তাঁদের প্রাথমিকভাবে শো-কজ করা হয়েছিল। সরকারি নির্দেশিকা ছিল, কোনও ভাবেই ওইদিন দফতরে হাজিরা এড়ানো যাবে না। সেই হুঁশিয়ারির তোয়াক্কা না করে অনেকেই ধর্মঘটে সামিল হয়েছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের ২০ হাজার শিক্ষককে শো-কজ করা হয়েছিল।
সরকারি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী। তাঁদের অভিযোগ, বিনাপ্ররোচনায় তাঁদের বলি দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলপন্থী সংগঠনের তরফে রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তাদের দাবি, সরকারি নির্দেশকে উপেক্ষা করলে, তার শাস্তি পেতেই হবে।
গত ১০ তারিখ ধর্মঘটের দিন রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে হাজিরা স্বাভাবিক বলেই প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যায়, একাধিক স্কুলে এর প্রভাব ভীষণ ভাবেই পড়েছে। তার জেরেই উচ্চশিক্ষা দফতরের তরফে আন্দোলনকারীদের শো-কজ করা হয়েছিল। তার প্রেক্ষিতেই এই বেতন কাটার সিদ্ধান্ত।