শহিদ মিনারের পাদদেশের মঞ্চ থেকে DA আন্দোলনের ঝাঁঝ এবার ইডেন গার্ডেন্সে কেকেআর ম্যাচেও। কীভাবে এই পরিকল্পনা তৈরি হয়েছিল। ইডেনের নিরাপত্তার নজর এড়িয়ে কীভাবে প্ল্যাকার্ড নিয়ে গেলেন আন্দোলনকারীরা! ধর্না মঞ্চ ও সংগ্রামী মঞ্চের বেশ কিছু সদস্যের ইডেনে ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল। তাৎক্ষণিক ভাবেই পরিকল্পনা তৈরি হয়। চটজলদি কর্মসূচিও তৈরি হয়ে যায়। যৌথ মঞ্চের কর্মীদের দাবি, পরিকল্পনা ও প্রচার কৌশলে তাঁরা সফল হয়েছেন।
DA-র দাবিতে আন্দোলন ১০০ দিনে পা রেখেছে। গত শনিবার হাজরা মোড় থেকে মিছিলও করেন আন্দোলনকারীরা। সেই মিছিল যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও। এবার ইডেনে DA-এর দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। শহিদ মিনারের ধর্না মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের বেশ কিছু সদস্যের ইডেনে আইপিএলের ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল। এরপরই ঠিক হয়, একসঙ্গেই যাবেন তাঁরা। ২০ জন আন্দোলনকারী মঞ্চ থেকে কিছু পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে শহিদ মিনার থেকে ইডেনে যান। মাঠে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে অনেক সমর্থকই ঢোকেন। তাই পোস্টারে কী লেখা আছে, তা খতিয়ে দেখা হয় না। সেই সুযোগেই ডিএ নিয়ে প্রচার করেন আন্দোলনকারীরা।
মাঠে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানানো নতুন কিছু নয়। আন্তর্জাতিক ম্যাচে এমন অনেক দৃষ্টান্ত আছে। ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালীন মাঠের উপর দিয়ে বিমান উড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। গতবছর ফুটবল বিশ্বকাপে ইরানের সমর্থক পোস্টার নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু বকেয়া মহার্ঘ্য ভাতা বাড়ানোর দাবিতে মাঠে প্রতিবাদ, এর আগে হয়েছে বলে মনে পড়ছে না কারও।