রাজ্যপালও (Wb Governor) প্রাক্তন সরকারি কর্মচারী। তিনি আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, এই দাবি যথার্থ। বকেয়া ডিএ দাবি পূরণের যথাসাধ্য চেষ্টা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন থেকে বৈঠক সেরে বেরিয়ে এমনই জানিয়েছেন আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
বকেয়া ডিএ নিয়ে আন্দোলনকারীরা, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের আবেদন করছেন। তবে রাজ্যপালের আশ্বাস পেলেও আন্দোলন বন্ধ হচ্ছে না। রাজ্যপালের আশ্বাসের পর কী পদক্ষেপ হয়, তা দেখে সিদ্ধান্ত নেবেন যৌথ মঞ্চের সদস্যরা।
আরও পড়ুন: মিলল সবুজ সংকেত, স্পিকারের অনুমতিতে সোমবার বিধানসভায় এসএফআই
শনিবারই টুইট করে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি করেছিলেন, আলোচনাই একমাত্র রাস্তা। যেখানে যাবতীয় জট কাটতে পারে। রাজ্যপালের সেই অনুরোধে সাড়া দিয়ে রবিবার রাজভবনে যান ডিএ নিয়ে আন্দোলনকারীদের পাঁচ জনের প্রতিনিধি দল। শনিবারই রাজ্যপালের টুইটকে তাঁরা স্বাগত জানিয়েছিলেন।