প্রথমে দোটানা থাকলেও, পরে অবশ্য তা কেটে গেল। অবশেষে হরিশ মুখার্জ্জি রোড হয়েই মিছিল করলেন ডিএ আন্দোলনকারীরা। শনিবার ১০০ দিনে পা দিল তাঁদের আন্দোলন। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া রাস্তাতেই তাঁরা মিছিল নিয়ে যাবেন কীনা, তা নিয়ে যৌথ মঞ্চের অন্দরেই প্রশ্ন তৈরি হয়েছিল। বেলা বাড়তেই আদালতের দেওয়া রাস্তাতেই মিছিল করলেন তাঁরা। তাঁদের মিছিলকে কেন্দ্র করে হাজরা থেকে গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। নিরাপত্তা অতিরিক্ত করা হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও। এদিন জেলা থেকেও সরকারী কর্মীরা এই মিছিলে যোগ দেন।
বেলা একটা নাগাদ মিছিল শুরু হয় হাজরা থেকে। তাঁদের আন্দোলনে শততম দিনেই কেন্দ্রের ফের ডিএ দেওয়ার ইঙ্গিত। এই খবর কানে আসতেই কার্যত নিজেদের রুটেই মিছিল করতে উদ্যোগী হন আন্দোলনকারীরা। ছাতা আর কালো মাথার ভিড়ে ঢেকে যায় হরিশ মুখার্জ্জি রোড। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পেরিয়ে যায় মিছিল।
এদিন সকালেই অবশ্য মিছিল কোন পথে যাবে তা নিয়ে যৌথ মঞ্চের অন্দরেই তৈরি হয়েছিল দোটানা। একপক্ষের দাবি ছিল, তাদের আন্দোলনের শততম দিন স্মরণীয় হয়ে থাকুক শহিদ মিনারেই। কিন্তু অন্যপক্ষ তা মানতে চায়নি।