প্রায় এক কোটি টাকার ডাকাতি করে ডাকাত দলটি (Dacoits)। কিন্তু ডাকাতি করে ফেরার সময় মাঝরাস্তায় বিশাল ট্রাফিক জ্যাম (Traffic Jam)। স্বভাবতই তারা বিরক্ত। কোনও উপায় না দেখে মাঝরাস্তায় ট্যাক্সি থেকে নেমে পিস্তল উঁচিয়ে ছুটছে ডাকাতরা। এমনই আজব ঘটনা ঘটল হাওড়ার (Howrah) বেলিলিয়াস রোড এলাকায়। ৪ ডাকাতের সেই ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায় (CC Camera)।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টা একটি লোহার সামগ্রীর দোকান থেকে এক কোটি টাকা লুঠ করে ৪ জনের এই ডাকাত দলটি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতি করে পালানোর সময় এই ঘটনা ঘটে। ডাকাতদের চিহ্নিত করেছে। দোকানের মালিক দিলীপ বর্মা পুলিশকে জানান, দোকানে ঢুকে তিন যুবক তাঁর হাত-পা বেঁধে ফেলে। তারপর আগ্নেয়াস্ত্র ও বোমা দেখিয়ে ভয় দেখায়। এক কোটি টাকা লুঠ করে নিয়ে যায় ওই দুষ্কৃতীরা।
আরও পড়ুন: অফলাইন ক্লাস চালুর দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতদের পালানোর ছবিই ধরা পড়েছে ওই সিসি ক্যামেরায়। পুলিশ জানিয়েছে, একটি ট্যাক্সি ভাড়া করে ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা। হাওড়া ময়দান থেকে তারা গাড়ি ভাড়া করে। ওই সময় গাড়িতে মোট পাঁচজন ছিল। এর মধ্যে একজন মাঝপথে নেমে যায়। ট্যাক্সিচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।