মেট্রোর (Kolkata Metro) কাজ করতে গিয়ে বিপদ। এবার নিরাপত্তার কথা ভেবে বাড়ি ভাঙার সিদ্ধান্ত মেট্রোরেল কর্তৃপক্ষের। বাড়ির ঠিকানা, ১৬, দুর্গা পিতুরি লেন, বউবাজার (Bowbazar)। খবর আসতেই শনিবার বিকেলের পর থেকে ঘর খালির প্রক্রিয়া শুরু বউবাজারের এই বাড়িতে।
১৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দারাও কানাঘুষো শুনেছেন, তাঁদের বাড়িও ভাঙা হবে। পরে জানা যায়, তাঁদের বাড়ি ভাঙা হবে না আপাতত। শনিবার বিকেলে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswaroop Dey) জানান, কেএমসিআরএলের (KMCRL) পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ১৬, ১৬এ ও ১৯ নম্বর বাড়ি নিরাপত্তার স্বার্থে ভাঙা হবে। পরে জানা যায়, শুধু ১৯ নম্বর বাড়িটিই ভাঙা পড়বে। সোমবার থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হবে।
আরও পড়ুন: কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাতেও
শনিবার বিকেলে বউবাজারের দুর্গা পিতুরি লেনে উপস্থিত ছিলেন চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। আটকে থাকা ঘরের জিনিস বের করে নিয়ে যান বাসিন্দারা। কেউ ঠাকুরের সিংহাসন, কেউ ফ্রিজ, প্রয়োজনীয় দ্রব্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় চলে। দিনভর পুরসভার প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সুড়ঙ্গে নতুন করে কোনও অস্থিরতা হয়নি। কাজ আপাতত বন্ধ। ইঞ্জিনিয়ররা সুড়ঙ্গে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।