আশ্বিনে গলদঘর্ম ! আদ্রর্তায় হাঁসফাঁস করছে বাংলা। শরতের আবহাওয়ায় সোমবার গত ৩০ বছরের রেকর্ড ভেঙে দিল দার্জিলিঙ। আলিপুরের দাবি, এদিনের উষ্ণতায় সবাইকে ছাপিয়ে গিয়েছে পাহাড়। দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। পুজোর আগে গরম ক্রমশ বাড়ছে পাহাড়ে। কারণ, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি প্রতিটি জেলায় সেপ্টেম্বরের শেষে এখন এক অবাক করা আবহাওয়া। আরও অবাক করেছে দার্জিলিঙ। কারণ, দুপুরে বাইরে রাস্তায় আসতে পারছেন না পর্যটকরা। সন্ধ্যা নামতে ম্যাল ভরছে।
সোমবার বিকেলে আলিপুর জানিয়েছে, মঙ্গলবার থেকে বাংলা আবহাওয়ার খানিকটা বদল হতে পারে। কারণ, সাগরে ঘণীভূত নিম্নচাপের জেরে দুপুর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। এমনকী, পুজোর আগে বৃষ্টি ফিরতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কারণ, পাহাড়ে যে ভাবে গরম বাড়ছে, তাতে বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস।
জানা গিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণবঙ্গে কিছু জেলায় খানিকক্ষণের জন্য মেঘের গর্জন শোনা গিয়েছে। ছিঁটে ফোঁটা বৃষ্টির খবরও মিলিছে। কিন্তু আলিপুর জানিয়েছে, তাতে এখনই এই ভ্যাপসা ভাব কাটছে না। কারণ, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত আদ্রর্তার এই খেলা চলবে বলেও দাবি হাওয়া অফিসের।