তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ। অভিযোগ, RG কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকেই ওই হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। অভিযুক্তদের অতি দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।
শিশুসুরক্ষা কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো আর জি করের ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এবং যে ধর্ষণ করতে পারবে তাকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়েছে ওই ভিডিয়োতে।
শুধু ধর্ষণের হুমকি নয়, আশপাশের অনেককে এই ঘোষণার পর আনন্দ প্রকাশ করতেও দেখা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো, UNCRC আইনে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
শিশু সুরক্ষা কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, সারা দেশে যখন ধর্ষণের বিরুদ্ধে স্লোগান উঠছে সেই সময় ধর্ষণের হুমকির দেওয়া হচ্ছে। এবং সেই কারণে ধর্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।
এই ঘটনার প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। সমাজ মাধ্যমে ডেরেক ও ব্রায়েন লিখেছেন, সব সীমা অতিক্রম করে গিয়েছে বিরোধীরা। হুমকির তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
RG কর কাণ্ড নিয়ে বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হল বলে অভিযোগ।