আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি অডিও ভাইরাল হয়। সন্ধ্যায় লালবাজারে সাংবাদিক বৈঠক করে নিজেদের মত জানাল, কলকাতা পুলিশ।
শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা পুলিশের তরফ থেকে আগেও বলা হয়েছে, পুলিশ কখনও ফোন করে আত্মহত্যার কথা বলেনি। এদিনের ভাইরাল অডিওর বক্তব্য, তাঁদের মতকেই সমর্থন করেছে। এমনই জানিয়েছেন, ডিসি সেন্ট্রাল।
মৃতদেহের চাদর নিয়েও বিবৃতি দিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "পুলিশের রেকর্ডে চাদরের রঙ নীল আছে। এখানে সবুজ চাদরের উল্লেখ নেই। ঘটনাস্থল থেকে অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে লাল চাদরও ছিল।"
প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের পরই হাসপাতালে দাঁড়িয়েই নির্যাতিতার বাবা-মা বলেন, কিছু একটা লোকানোর চেষ্টা চলছে। একাধিকবার তাঁরা প্রশ্ন তোলেন, "আড়াল করা হচ্ছে কেন। কেন পুলিশি তদন্ত শেষের আগেই হাসপাতালের পক্ষ থেকে কেন বলা হয়, মেয়ে সুইসাইড করেছে?"