খাস কলকাতায় মা ও ছেলের রহস্য মৃত্যু। সোমবার সকালে উল্টোডাঙার একটি তিলতলা বাড়ি থেকে দু জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দুটি পৃথক ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। যাকে ঘিরে রহস্য দানা বাঁধছে বলেই দাবি।
এদিন সকালে এপিসি রোডের একটি তিনতলা বাড়ি থেকে মহুয়া মাল ও তাঁর ছেলে সোমনাথ মালের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটে লেখা ছিল, তাঁদের মৃত্যুর সময় রাত একটা থেকে দেড়টা। সিলিং ফ্যানের সঙ্গে দেহগুলি ঝুলছিল বলে দাবি পুলিশের। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। তবে তদন্ত চলছে।
মারা গিয়েছেন মহুয়ার স্বামী। ছোট একটি লেদ কারখানা ছিল তাঁদের। স্থানীয়দের দাবি, এই কারখানার জন্য অনেক টাকা লোন করেছিলেন মহুয়া। প্রাথমিক তদন্তে দাবি, সেই টাকা শোধ করতে পারেনি মাল পরিবার।